স্পেনের তিন বন্ধু ঘোড়ায় চড়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। ইসলামের অন্যতম পবিত্র এই যাত্রা একজন হজযাত্রীর প্রতিজ্ঞার কারণে শুরু হয়, যা তিনি ইসলাম গ্রহণের পর করেছিলেন। গত সাড়ে তিন মাস ধরে ঘোড়ায় চড়ে স্পেন থেকে যাত্রা করা আবদাল্লাহ হার্নান্দেজ, আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন। তারা পবিত্র হজ পালন করতে এই যাত্রা অব্যাহত রাখবেন। সেইসঙ্গে ৫০০ বছরের পুরোনো আন্দালুসীয় মুসলিম ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছেন। আট হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তারা স্পেন থেকে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার ভেতর দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।